কলারোয়ায় অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা
জুলফিকার আলী: কলারোয়া উপজেলায় কমিউনিটি পর্যায়ে, শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসনসহ অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫জুন) সকাল ১০টায় রাইটস যশোর সংস্থার মুক্তি সাউথ এশিয়া প্রকল্প কর্তৃক আয়োজিত কলারোয়ার কয়লা ইউনিয়ন পরিষদ হলরুমে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইউপি সচিব নারায়ন চন্দ্র অধিকারী, ইউপি সদস্য মনোয়ারা খাতুন,সাজেদা খাতুন, শাহাদাত হোসেন, সাহাজদ্দীন, মফিজুল ইসলাম,ইপিআরসি ফারহানা ইমাম, মাজহারুল ইসলাম, রাইটস যশোর এর প্রোগ্রাম সমন্বয়কারী দেবব্রত ঢালী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-রাইটস যশোর এর মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।