আশ্রায়ণ প্রকল্পে পুনর্বাসিত ১৬২ পরিবারের প্রশিক্ষণের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: দেবহাটায় আশ্রায়ণ-২ প্রকল্পে পুনর্বাসিত ১৬২টি পরিবারের পেশা ভিত্তিক ১০দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. সাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দিকী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান প্রমুখ। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রায়ণ-২ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত ১৬২টি পরিবারকে হাঁস-মুরগি, গবাদিপশু, ছাগলপালন, হস্তশিল্প বা সেলাই ও মৎস্যচাষ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।