সাংবাদিক রঘুনাথ খাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
দীপ্ত টেলিভিশন ও দৈনিক বাংলা’৭১ এর সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ’র উপর পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলায় দেওয়া চার্জশীট এর প্রতিবাদ ও মামলা থেকে অব্যহতির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজ, সাতক্ষীরার ব্যানারে এ কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন কর্মসুচি চলাকালে বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, দীপ্ত টিভি ও দৈনিক বাংলা’৭১ এর সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা কালিদাস রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সাধারনষ সম্পাদক নিত্যানন্দ আমিন, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অ্যাড. অসীম কুমার মÐল, জাসদ নেতা প্রফেসার ইদ্রিস আলী,বাসদ নেতা অ্যাড, খগেন্দ্র নাথ ঘোষ, সিপিবি’র জেলা কমিটির সম্পাদক আবুল হোসেন, জেলা ভ‚মিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বণ ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য কুমার মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন, দেবহাটার খলিষাখালির মহামান্য সুপ্রিম কোর্ট ১৩১৮ বিঘা জমি লাওয়ারিশ হিসেবে ঘোষণা করার পরও তৎকালি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ভ‚মিদস্যু কাজী গোলাম ওয়ারেশ, আইডিয়ালের ডাঃ নজরুল, আব্দুল আজিজসহ জাল জালিয়াতি করে জমির কাগজপত্র প্রস্তুতকারিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। খালাস পাওয়া ভ‚মিহীনদের আদালত থেকে ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান থেকে ধরে নিয়ে মাদক, অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠিয়েছেন। এসব প্রতিবেদন সংবাদ মাধ্যমে প্রকাশ করায় সাংবাদিক রঘুনাথ খাঁতে গত বছরের ২৩ জানুয়ারি শহরের পিএন হাইস্কুলের পাশ ধেতে ধরে নিয়ে পরদিন ডিবি পুলিশ হেফাজতে নিয়ে পিটিয়ে ও ইলেকট্রিক শক দিয়ে জখম করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও নাশকতার মামলা দেওয়া হয়। বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানোর পরও রঘুনাথ খাঁ’র নামে ওইসব মামলায় চার্জশীট দেওয়া হয়েছে। খলিষাখালির ১৩১৮ বিঘা সরকারি জমি জবরদখলকারি আরিজুল পাড়, গোলাম ফারুক বাবু, সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম, মাছ আনারুলসহ বিএনপি নেতাদের কাছ থেকে উদ্ধার করে গরীব মানুষের মাঝে বন্দোবস্ত দিতে হবে। অবিলম্বে সম্পুরক চার্জশীট এর মাধ্যমে রঘুন্থা খাঁসহ মিথ্যা মামলার সকল আসামীদের অব্যহতি দিতে হবে। নইলে আগামিতে বৃহত্তর কর্মসুচি গ্রহণ করা হবে।

উল্লেখ্য: ২০২৩ সালের ২৩ জানুয়ারী দেবহাটা থানায় খলিশাখালীএলাকার এক মৎস ঘের কেন্দ করে সংবাদ প্রকাশ করেন রঘূনাথ খাঁ ।ওই সময় দেবহাটা থানা পুলিশের একটি টিম সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার ডে নাইট কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। এরপরে দেবহাটা থানা পূলিশ তাকে বিস্পোঢ়ক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠায় ।

 

 

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)