ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী পরিস্থিতি নিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় ঘূর্নিঝড় রেমাল দূর্গত উপকূলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে নাগরিক প্রতিনিধিদের নিয়ে এই সভার আয়োজন করে বেসরকারি সংস্থা ”লিডার্স”। এর আগে নাগরিক প্রতিনিধিরা সাতক্ষীরায় ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময় আরো বক্তব্য রাখেন, কালের কন্ঠের জ্যেষ্ঠ সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রসুল, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান মীর মোহাম্মদ আলী, সানজিদুল হাসান,সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক আশেক ই এলাহী, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, মেহনা টিভির জেলা প্রতিনিধি আব্দুল জলিল, সমাজের আলোর ইয়ারব হোসেন, মানব কন্ঠের আসিম চক্রবর্তী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বাজেটে কখনও উপকূলের উন্নয়নের দিকে নজর দেয়া হয় না। কাল্পনিক কিছু সরকারি প্রকল্প কৌশলে ছাড় করিয়ে নেয়ার পর নয়নছয় করে সেই প্রকল্পের অর্থ হাতিয়ে নেন সংশ্লিষ্টরা। ফলে শুধু টাকাই খরচ হয়, উপকূলের চেহারা বদল হয় না। দিন আসে দিন যায় তবুও উপকূলের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়না।স্থায়ী বেড়িবাঁধের নামে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দীর্ঘদিন যাবৎ কোটি কোটি টাকা লুটাপাট করলেও তাদের কোন শাস্থি না হয়ে প্রমোশন হয়। কি ভাবে উপকূল মানুষের জীবন উন্নয়ন তা নিয়ে কারোর ভাবনা চিন্তা নেই। সামন্য দূর্যোগ এলেই উপকূলের মানুষের চিন্তার শেষ থাকেনা। সবশেষে উপকূল মানুষের সমস্যা স্থায়ী সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।