শ্যামনগরে বজ্রপাতে শিশুসহ নিহত-২
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতের দুই জনের মৃত্যু ও এক বৃদ্ধ মারাত্বকভাবে আহত হয়েছে। ২০শে জুন বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নেববুনিয়া এলাকায় ঘটনাটি ঘটে। বৃষ্টির মধ্যে স্থানীয় বজলু মেম্বরের চিংড়িঘেরের বাসায় আশ্রয় নিয়ে তারা বজ্রপাতের শিকার হয়। এঘটনায় নিহতরা হলেন, পাশ্ববর্তী কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মাটিয়াভাঙ্গা গ্রামের মোহাম্মদ মাঝি ছেলে এনায়েত হোসেন(৪০) ও ঘটিলাল গ্রামের আলআমিন গাজীর ছেলে নাজমুল ( ৯)গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান বৃহস্পতিবার দুপুরের দিকে কপোতাক্ষ নদের পাড়ের ঐ অংশে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হলে এনায়েত হোসেনসহ আরও পাঁচ জন পথচারী পাশের একটি চিংড়িঘেরের ছোট বাসার মধ্যে আশ্রয় নেয়। এসময় আকস্মিকভাবে বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলে তারা দু’জন নিহত হয়। নৌকা দেখাসহ ব্যক্তিগত কাজে তারা গাবুরা এসেছিলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা নদীর ওপার থেকে এসে মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে। এসময় ঘটনাস্থলে থাকা আবু মুছা গাজী (৬৫) নামে এক বৃদ্ধ মারাত্বকভাবে আহত হয়েছে। দক্ষিন বেদকাশী ইউনিয়ন পরিষদের মেম্বর দিদারুল ইসলাম জানান তারা গাবুরায় আত্বীয়ের বাড়িতে ঈদ উপলক্ষ্যে বেড়াতে যায়। বৃস্পতিবার বাড়িতে ফেরার পথে বৃষ্টিতে একটি ঘেরের বাসায় আশ্রয় নেয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।