ভারতীয় কোচের চোখে আফগানিস্তান ‘ভয়ংকর’
স্পোর্টস ডেস্ক:
চলমান টি-২০ বিশ্বকাপে দাপুটে ক্রিকেট খেলে সুপার এইটের টিকিট পেয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে গুঁড়িয়ে দিয়েছে তারা। স্বাভাবিকভাবেই এই আফগানিস্তানকে সমীহ করছে ভারত। দলটির হেড কোচের কথায়, ২০ ওভারের ক্রিকেটে আফগানিস্তান ভয়ংকর।
বৃহস্পতিবার রাতে কিংসটন ওভালে ভারতের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘আমরা জানি আফগানিস্তান এই ফরম্যাটে কতটা বিপজ্জনক দল। এই বিশ্বকাপে আফগানিস্তান দল নিজেদের পারফরম্যান্স দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে তারা কতটা ভয়ংকর। অন্যান্য ফরম্যাটে তাদের অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা না থাকতে পারে।’
তিনি আরো বলেন, ‘কিন্তু তাদের অনেক খেলোয়াড় বিভিন্ন টি-২০ লিগে খেলে, আসলে আমাদের কিছু খেলোয়াড়ের চেয়ে তারা বেশিই এই ফরম্যাটে খেলে। এজন্য অবশ্যই তারা হালকাভাবে নেয়ার মতো দল নয়। সুপার এইটে যোগ্য দল হিসেবেই খেলছে।’
দ্রাবিড় বলেন, ‘সবদিক দিয়ে তাদের বোলিং আক্রমণ ভালো। এমনকি তাদের দুই পেসারও বেশ অভিজ্ঞ। ফারুকী এবং নবীন-উল-হক দুজনেই প্রচুর ক্রিকেট খেলেছেন, তারা দুজনেই বল সুইং করাতে পারেন। আমি মনে করি, তাদের বোলাররা বিশ্বজুড়ে এই ফরম্যাটে সবচেয়ে বেশি খেলে। আমরা বুঝতে পারছি যে, আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এই ম্যাচে আমাদের ভালো খেলতে হবে।’