পাটকেলঘাটায় ২০বোতল ফেনসিডিল সহ যুবক আটক
Post Views:
২২৪
জাহিদুর রহমান শিমুল ঃ পাটকেলঘাটায় ট্রাভেল ব্যাগের ভিতর থেকেে ২০ বোতল ফেনসিডিল সহ শফিকুল সানা(৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোর রাতে তাকে কুমিরা বাজারের দূর্গা মন্দিরের সামনে থেকে আটক করা হয়। আটক হওয়া শফিকুল কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া এলাকার সবুর সানার ছেলে।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, মাদক পাচার হচ্ছে এমন গোপন খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে কুমিরা বাজার এলাকায় থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় দূর্গামন্দিরের পাশের একটি ট্রাভেল ব্যাগে রাখা ২০বোতল ফেনসিডিল সহ শফিকুলকে আটক করা হয়।
এঘটনায় থানায় একটি মাদক মামলা দিয়ে সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।