আশাশুনির শ্রীউলায় ইউএনও’র হস্তক্ষেপে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে অবৈধ ভাবে ভূগর্ভের ববালি উত্তোলনের ঘটনা সকলকে ভাবিয়ে তুলেছে। বালি উত্তোলনকারীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। কোন কিছুর তোয়াক্কা না করে নিয়মিত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছে। ২৫ থেকে ৩০ জন মেশিন মালিক সংঘবদ্ধ হয়ে অবৈধ এ কর্মকাণ্ড করে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার সকালে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্য সেটের পাশে একটি মৎস্য ঘের থেকে বিশিষ্ট ব্যবসায়ী মাড়িয়ালা গ্রামের মাস্টার আব্দুর রব ও আবুল কালাম তাদের দোকান ভরাট করার জন্য বালি তুলছিলেন। ড্রেজার মেশিন মালিক কলিমাখালী গ্রামের গফফার গাজীর ছেলে বাবলু গাজী একটি চুক্তি মূল্য নির্ধারণ করে বালি তুলে দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বাবলু গাজী কিছু অসাধু ব্যক্তির ম্যাধ্যমে উপরওয়ালাদের দায়িত্ব নিয়ে বালি উত্তোলনের সহায়তা করে থাকে। এ ব্যাপারে মেশিন মালিক বাবলু গাজীর সাথে কথা বললে তিনি জানান, সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়। এতে আমাদের তেমন বেশি কিছু থাকে না।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়কে জানালে তিনি সরকারি লোক পাঠিয়ে বালি উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অতিদ্রুত তদন্ত করে সকল মেশিন মালিকদের তালিকা প্রস্তুত করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us: