আশাশুনিতে প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ উদ্বোধন
Post Views:
১৭১
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলা রিসোর্স সেন্টার প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার ২৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন প্রধান শিক্ষক অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরঙ্গ বাইন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।