বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ডাচ অধিনায়ক
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের দেওয়া ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলো নেদারল্যান্ডস। প্রথম ১৩ ওভার পর্যন্ত সমানতালে লড়াই করেছে তারা। তবে শেষদিকে টাইগার বোলারদের দাপুটে বোলিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ডাচরা।
বৃহস্পতিবার টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাংলাদেশ। জবাবে নেদারল্যান্ডস ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়। টাইগাররা জয় পায় ২৫ রানে।
টাইগারদের বিপক্ষে পরাজয়ের পর বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা তিন বিভাগেই হেরেছিলো। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে।’
ডাচ অধিনায়ক আরো বলেন, ‘তারা দারুণ ছিল, আমরা সে পর্যায়ে ছিলাম না। তারা উইকেট হাতে রেখেছিলো। আমরা জানতাম ডেথ ওভারে তাদের ভালো মানের বোলার রয়েছে। মাঝের ওভারগুলোকে আমরা কাজে লাগাতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি।’
ম্যাচসেরার পুরস্কার জেতা সাকিব বলেন, ‘এই ভেন্যুতে গত ৪-৫ বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। ফলে এখানে কত রান নিরাপদ তা জানা ছিলো না। বিশ্বকাপের ম্যাচে ১৬০ রান তাড়া করা সবসময়ই কঠিন। নেদারল্যান্ডসও দারুণ শুরু পেয়েছিলো। তবে আমাদের বোলাররা দারুণ করেছে।’