সাতক্ষীরায় নাগরিক সংলাপে জলবায়ু সংকটে নিপতিত সাতক্ষীরায় বাসযোগ্য ও পরিকল্পিত নগর গড়ে তোলার আহবান
নিজস্ব প্রতিনিধি : জলবায়ু সংকটে নিপতিত সাতক্ষীরায় বাসযোগ্য ও পরিকল্পিত নগর গড়ে তোলার আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, সাতক্ষীরা শহরে নেই পর্যাপ্ত জলাভূমি, গাছপালা, উদ্যান ও পার্ক। যতটুকু আছে তাও ভরাট, দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে। ফলে বিলীন হতে বসেছে এখানকার প্রাণবৈচিত্র্য। সেই সাথে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাড়ছে বায়ু দূষণ। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করা না গেলে সাতক্ষীরা শহর তার বাসযোগ্যতা হারাবে।বৃহস্পতিবার (১৩ জুন) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘সাতক্ষীরা শহরে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সংকট সমাধানের উপায়’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন।বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও জলাধার রক্ষার বিকল্প নেই। কিন্তু আইন প্রয়োগ করেও পুকুর জলাশয় ভরাট বন্ধ করা যাচ্ছে না। সাতক্ষীরা পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না রেখেই ঘেরে মৎস্য চাষ করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে একটা দীর্ঘসময় পৌর এলাকার বেশ কিছু এলাকা জলাবদ্ধ থাকে। শহরের মধ্যদিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খাল দখল দূষণ ও পরিকল্পিতভাবে খননের অভাবে পানি নিষ্কাশনের ক্ষমতা হারিয়ে ফেলেছে। সংলাপে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। সংলাপে ধারণাপত্র পাঠ করেন বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান।আরো বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সনাক-সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মিজানুর রহমান, এম কামরুজ্জামান, গোলাম সরোয়ার, আসাদুজ্জামান আসাদ, আহসান রাজীব, গীতিকার মোকাম আলী খান, উদীচীর শেখ সিদ্দিকুর রহমান, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, অধ্যাপক ইদ্রিস আলী, সাতক্ষীরা পৌর কাউন্সিলর শেখ মারুফ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর অনিমা রানী ও নুরজাহান নুরী, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের মুশফিকুর রহিম ও তামান্না পারভীন, প্রথম আলো বন্ধু সভার সভাপতি কর্ন বিশ^াস কেডি, বিপ্লব হোসেন প্রমুখ।