ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫শত পরিবারের মাঝে ব্রতীর খাদ্য সহায়তা প্রদান
অনাথ মন্ডল:সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ বেষ্টিত উপকূলীয় ইউনিয়ন গাবুরায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫শত পরিবারে মাঝে খাদ্যসমগ্রী প্রদান করা হয়েছে। বেসরকারী সেবা সংস্থা ব্রতীর বাস্তবায়নে দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় ১৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টার সময় গাবুরার চৌদ্দরশি, চাঁদনীমুখা ও ডুমুরিয়া ঘাটে নদী পথে ৫শত পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সমগ্রীর মধ্যে ছিল চাউল ১২ কেজি, ডাউল ১ কেজি , আলু ৪ কেজি চিনি ১ কেজি, চিড়া ১ কেজি, পেয়াজ ১.৫ কেজি, লবণ ১ কেজি, তেল ২ লিটার, বিস্কুট ২ প্যাকেট, খাবার স্যালাইন ২৫ প্যাকেট, মোমবাতী ১০টি, ম্যাচবক্স ২টি। ২৬ মে ২০২৪ উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রেমাল ঝড়ের তীব্রতায় ঘরবাড়ী ও সহায়সম্বল হারা হয় অনেক পরিবার। খাদ্য ও ঔষধ সল্পতায় ধুকছে মানুষ। এমতবস্থায় নাবিকের এ খাদ্য সহায়তা পেয়ে অনেক খুশি ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র পরিবারের মানুষেরা। খাদ্যদ্রব্য বিতরণে নাবিকের শিশু সুরক্ষা প্রকল্পের সাতক্ষীরা এরিয়া ম্যানেজার সাইফুর রহমান, প্রকল্প সুপারভাইজার মনিরুল ইসলাম, গাবুরা ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বর ফরিদা পারভীন, ব্রতী ও নাবিকের অন্যান্য স্টাফ এবং মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।