আশাশুনিতে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ হাজার বিঘা আবাদি জমির জলাবদ্ধতা নিরসনে অবৈধ বাঁধ কাটার কাজ উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। সোমবার (১০ জুন) সকালে খাজরা ও বড়দল ইউনিয়নের কয়েক হাজার ভুক্তভোগী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে জনসাধারণের প্রত্যাশিত নদী ও খালে দেয়া অবৈধ বাঁধ কাটার কাজ উদ্বোধন করেন।
ইউনিয়নদ্বয়ের চেউটিয়া পাঁচপোতা, বাইনতলা, মাদিয়া, দঃ বড়দল, বামনডাঙ্গা, কালকির গেট সংলগ্ন খাল সহ প্রায় ১২ কিলোমিটার খালের ওপরের অবৈধ বাঁধ ও নেট পাঠা অপসারণ কাজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে এবিএম মোস্তাকিম বলেন, আমি নির্বাচনের আগে এই এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আবাদযোগ্য দশ হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে আবারো আবাদ যোগ্য করে তুলবো। এ লক্ষ্যে আমি কাজ শুরু করেছি। আগামী দিনে যাতে আর এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য স্লুইচ গেটগুলোর পলি অপসারনের মাধ্যমে দ্রুত সংস্কার করা হবে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ শামসুল আলম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান চৌধুরী বাবু, ইউপি সদস্য হাসান, সাবেক ইউপি সদস্য মন্টু শাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বলেন, উপজেলা চেয়ারম্যান অপসারণ কাজ উদ্বোধন করেছেন। আমরা কাল থেকে নিয়মিত জন মজুর নিয়ে পাঁচপোতা থেকে বামনডাঙ্গা গেট পর্যন্ত সকল অবৈধ বাঁধ, নেটপাটা অপসারণ করে জলাবদ্ধতা নিরসের কার্যকর ব্যবস্থা করবো।
Please follow and like us: