সুপার এইটের আশা শেষ হয়নি পাকিস্তানের, দেখুন পরিসংখ্যান
স্পোর্টস ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের। সেই মন্ত্রে ভারতকে চেপে ধরেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি বাবর আজমরা। টানা দুই ম্যাচ হেরে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা জেগেছে মেন ইন গ্রিনদের।
চলমান বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ৪ ম্যাচের মধ্যে ২টি খেলেছে পাকিস্তান। দুটিতেই শোচনীয় পরাজয় বরণ করেছে দলটি। এতে পাঁচ দলের মধ্যে পয়েন্ট তালিকার অবস্থান চতুর্থ।
অপরদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে। আর ২ ম্যাচে ১ জয় নিয়ে কানাডার অবস্থান তিন নম্বরে।
পাকিস্তান তাদের পরের দুটি ম্যাচ খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। কানাডার বিপক্ষে ম্যাচটি ১১ জুন, নিউইয়র্কে। আর আয়ারল্যান্ড ম্যাচটি লডারহিলে হবে ১৬ জুন।
এ দুই ম্যাচ খেলতে নামার আগে দেখে নেয়া যেতে পারে সুপার এইটে যেতে হলে ঠিক কী করতে হবে পাকিস্তানকে। শুধু নিজেরা বড় ব্যবধানে জিতলেই তো হবে না, পাকিস্তানকে চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকে।
‘এ’ গ্রুপের বাকি ম্যাচগুলোতে কী ঘটলে পাকিস্তানের সুবিধা হবে, দেখা নেওয়া যাক সেটি।
১১ জুন: পাকিস্তান-কানাডা-পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে।
১২ জুন: ভারত-যুক্তরাষ্ট্র-ভারতকে জিততে হবে।
১৪ জুন: যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড-আয়ারল্যান্ডকে জিততে হবে।
১৫ জুন: ভারত-কানাডা-ভারতকে জিততে হবে।
১৬ জুন: পাকিস্তান-আয়ারল্যান্ড-পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে।