ভারত ম্যাচের আগে পাকিস্তান কোচের ‘হুংকার’
স্পোর্টস ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। এই হারে আসরের সুপার এইটে উঠার পথ অনেক কঠিন হয়ে গেছে তাদের জন্য। ঘুরে দাঁড়ানোর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নামতে হবে বাবর আজমের দলকে।
রোববার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এর আগে প্রতিপক্ষদের হুংকার দিয়েছেন পাকিস্তান কোচ গ্যারি কারস্টেন। তার কথায়, ভারত ম্যাচের আগে দলকে কোনো বাড়তি অনুপ্রেরণা দেওয়ার দরকার নেই।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই প্রোটিয়া কোচ বলেন, ‘এটা একটি বড় ম্যাচ, ভারতের বিপক্ষে নামার আগে পাকিস্তান দলকে বাড়তি অনুপ্রাণিত দেওয়ার দরকার নেই। আমাদের শেষ কয়েকদিনের কথা ভুলে যেতে হবে। আমাদের শুধু এগিয়ে যেতে হবে, এটিই এখন একমাত্র পথ। (যা হয়েছে) দুদিন আগের কথা ভুলে যান। আমরা এখন ওটা ফিরিয়ে আনতে পারব না। যা চলে গেছে তা গেছে, তাই আমরা এগিয়ে যেতে চাই।’
পাকিস্তান দলের জন্য বরাবরই বড় শক্তি বোলিং। বিশেষত দলটির পেস বোলারদের প্রায় সবাই বিশ্বমানের। এ নিয়ে গ্যারি তিনি বলেন, ‘এটা অবশ্যই আমাদের শক্তির জায়গা। আমরা আমাদের দলের ভারসাম্য রেখে খেলতে চাই। মাঠে নামার আগে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে স্পিন, ভালো পেস বিকল্প এবং লম্বা ব্যাটিং লাইন আছে।’