রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতির মাসিক সমন্বয় সভা
নিজস্ব প্রতিনিধি: রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জুন) বিকাল ৪টায় মাধবকাটি বাজারস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর পরিচালক মো. ইব্রাহিম খলীল। সভায় রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ম্যানেজার মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এমডি মোহাম্মাদ শফিকুজ্জামান। এসময় তিনি সমিতির সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং সকলের সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরো গতিশীল করার আহবান জানান। এসময় সর্বসম্মতিক্রমে সমিতির যে সকল সদস্যের ঋণের টাকা দীর্ঘদিন বকেয়া আছে তাদেরকে নোটিশ প্রদানসহ প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরো বক্তব্য রাখেন প্রাইড ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার শফিকুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার আলমগীর হুসাইন, প্রোগ্রাম অর্গানাইজার মো. আশিকুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার মো. সলিমুল্লাহ প্রমুখ।