আশাশুনিতে নবাগত ইউএনও এবং বিদায়ী ইউএনওকে সংবর্ধনা
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে সংবর্ধনা ও বিদায়ী নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত ইউএনও কৃষ্ণা রায়, বিদায়ী ইউএনও মোঃ রনি আলম নীর, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, কৃষি কর্মকর্তা এসএম এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান, উপজেলা ইঞ্জিনিয়ার নাজিমুল হক, নির্বাচন কর্মকর্তা মোঃ আলী সোহাল জুয়েল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সহকারি প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সন্ন্যাসী মন্ডলসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: