মৎস্য ঘেরের পাওনা টাকা ফেরত চাওয়ায় কৃষককে কুপিয়ে জখম
জাহিদুর রহমান শিমুল ঃ মৎস ঘেরের পাওনা টাকা ফেরত চাওয়ার কৃষকের কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এঘটনায় মামলার ১০দিন অতিবাহিত হলেও আসামী গ্রেপ্তার না হওয়ায় হতশা দেখা দিয়েছে ভুক্তভোগীর পরিবারের। গত ১৭ মে রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাদরা গ্রামে ঘটনাটি ঘটে। সরোজমিনে গেলে মামলার বাদী মিঠুন বাছাড় জানায়,তার বড় ভাই দুলাল চন্দ্র বাছাড়ের সাথে একই এলাকার তারক সরকারের সাথে শেয়ারে মৎস ঘের ছিল। সম্প্রতি সময় ঘের কেন্দ্রিক বিষয় নিয়ে তারক ও দাদার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।এরপর ঘেরের হিসাব অনুযায়ী তারকের কাছে দুই লক্ষ টাকা পাওনা থাকে। ঘটনার দিন রাতে মাদ্রারার সত্য রজ্ঞন দাদার কাছে পাওনা টাকা চাইলে এতে ক্ষিপ্ত হয় সে।পরে দাদা ঘটনাস্থল থেকে বাড়ি আসার পথে তারক সরকার তার স্ত্রী শংকরী ছেলে ধীমান সরকার দাদাকে লোহার রড় দিয়ে মারপিট করতে থাকে।এক পর্যায়ে তারক সরকার তার দাদাকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে দাদা অচেতন হয়ে পড়ে। এরপর তার মৃত ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালা হাসপাতাল ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এরপরে তিনি ২১মে তালা থানায় তিনজনকে আসামী করে একটি মামলা করেন। এদিকে মামলা করার পর থেকে স্থানীয় একটি মহল তাদের হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।স্থানীয় ইউপি সদস্য প্রবীর সরকার জানান, তিনি ঘটনার দিন দুলাল বাছাড়কে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পিছনে ওয়ার্কাস পাটির নেতা হিরন্ময় মন্ডলের ইংগিত আছে বলে মনে করেন।এছাড়া এলাকায় হিরন্ময়ের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গঠন হয়েছে বলে জানান তিনি।
কিরন মন্ডল নামে স্থানীয় এক কৃষক জানান, তার দেড় বিঘা জমি হিরম্ময় ও তার ভাই দেবশীষ মন্ডল জবর দখল করে মৎস ঘের করে আসছে দীর্ঘদিন।কিছুদিন আগে তার জমিতে বেড়ি বাঁধ দিতে গেলে সেখানে বাধা দেয় তারা। এরপরে ৩০মে সকলে বাড়ির সামনে এসে হিরম্ময় ও তার ভাই দেবাশীষ এসে তাকে মারপিট করে। পরে তিনি তাদের বিরুদ্ধে তালা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ অস্বীকার করে হিরন্ময় মন্ডল জানান, আমি কারোর জমি জবর দখল করে খাইনি। তার যেটা অভিযোগ করেছে সেটা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট সরোজমিনে তদন্ত করলে যার সত্যতা মিলবে। প্রবীর মেম্বর তার বাহিনী নিয়ে এলাকায় একাধিক মৎস ঘের দখল করছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)মোমিনুল ইসলাম জানান,মামলার ঘটনায় আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।হিরম্ময়ের নামে কোন সুনিদৃষ্ট অভিযোগ পাননি তিনি।অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।