জাহ্নবীর বক্তব্য ভাইরাল
বিনোদন ডেস্ক : প্রেমের সম্পর্কে জড়ানো জুটি এক পর্যায়ে হয়তো শারীরিকভাবেও ঘনিষ্ঠ হতে পারেন, এর পক্ষে-বিপক্ষে মত থাকতে পারে। তবে ভারতীয় অভিনেত্রী জাহ্নবী কাপুর এ নিয়ে দিলেন অন্যরকম তথ্য।প্রেমিক-প্রেমিকার মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা থেকে বিপদজনক কিছু হতে পারে বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি।নিজের সম্পর্ক নিয়ে সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী। পরোক্ষভাবে হলেও, স্বীকার করে নিয়েছেন শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে আছেন তিনি। আর জাহ্নবী কথা বললেন প্রেমে শারীরিক ঘনিষ্ঠতা নিয়েও।
সম্পর্কে সঠিক রসায়ন বজায় থাকলে শারীরিক ঘনিষ্ঠতা আসবে। কিন্তু তার পর কী হবে?আনন্দবাাজর পত্রিকা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মজার কিছু ভিডিও শেয়ার করেন জাহ্নবী। তার রসবোধের অনুরাগীর সংখ্যাও কম নয়। তাই এবার ‘স্ট্যান্ড আপ কমেডিয়ান’-এর রূপে ধরা দিলেন অভিনেত্রী।এক সংবাদমাধ্যম আয়োজিত সেই শোতে জাহ্নবী শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে কথা বলেন। জাহ্নবী ভিডিওর শুরুতেই বলেন, ‘ভালবাসার দেবতাকে অনুরোধ, কোন প্রসাধনী ভালো, তা দয়া করে বলা বন্ধ করুন। বদলে আমাকে বলুন জীবন বাঁচাতে ও সুস্থ থাকতে কী করা উচিত।’
অভিনেত্রী যোগ করেন, ‘নিষেধের লাল পতাকা নয়। লাল ক্রস (চিকিৎসা ক্ষেত্রে যে চিহ্ন ব্যবহৃত হয়) সম্পর্কে বলুন। প্রেম তো ভালোই চলবে। কিন্তু কোন বিষয়ে সচেতন থাকতে হবে? প্রেম ভালো চললে কী করি আমরা?এর পরই জাহ্নবী মনে করিয়ে দেন, শারীরিক ঘনিষ্ঠতা থেকে অসুস্থতাও তৈরি হতে পারে। তার কথায়, ‘শারীরিক ঘনিষ্ঠতার সময়ে ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ করলে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ছড়িয়ে পড়তে পারে। তবে হাত মেলানো বা গালে স্নেহের পরশ থেকে নয়, শরীরের গোপন ত্বকের সংস্পর্শে এই রোগ ছড়ায়।জাহ্নবী এই গুরুত্বপূর্ণ বার্তা খুবই মজার ছলে দিয়েছেন। তাই সচেতন হওয়ার পাশাপাশি সেই শোয়ের দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। তবে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ট্রোলডও হয়েছেন জাহ্নবী।একজন মন্তব্য করেছেন, ‘কেউ এই পুরো বক্তব্যটি জাহ্নবীর জন্য লিখে দিয়েছেন। কিন্তু, তাও ঠিক করে বলতে পারেননি তিনি। এটা শুনে কারও হাসি পাবে? খুবই একঘেয়ে পুরোটা।