এবারের টি-২০ বিশ্বকাপ ভাঙতে পারে যে ৪ রেকর্ড

স্পোর্টস ডেস্ক:
আর মাত্র দুই দিন পরই নবম টি-২০ বিশ্বকাপের পর্দা উঠছে। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দীপপুঞ্জে এবারের আসর অনুষ্ঠিত হবে। আগামী এক মাস ক্রিকেটপ্রেমীদের নজরে থাকবে মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন পরিসংখ্যানের দিকে।
প্রতি বিশ্বকাপেই রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলা চলে। এবারের বিশ্বকাপেও এর ব্যতিক্রম নেই। এবার এমন কিছু রেকর্ডের দেখা পাওয়া যেতে পারে, যা বিরল। তবে এটা নিশ্চিত, এবারের বিশ্বকাপেও বেশকিছু রেকর্ড হবে।

এক নজরে দেখে নেয়া যাক এবারের বিশ্বকাপে যেসব রেকর্ড হতে পারে।

এক টি-২০ আসরে সবচেয়ে বেশি রান ও উইকেট

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে ২০ দল। ওয়ানডে বা টি-২০, যে কোনো বিবেচনাতেই এটি সবচেয়ে বেশি দেশের বিশ্বকাপ অংশগ্রহণ। দল বাড়ার কারণে বাড়ছে ম্যাচ খেলার সুযোগ। ভাঙতে পারে এক আসরে বেশি সবচেয়ে বেশি রান বা উইকেটের কীর্তিও।

এখন পর্যন্ত ২০১৪ বিশ্বকাপে কোহলির করা ৩১৯ রান এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড। আর ২০২১ টি-২০ বিশ্বকাপে শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছিলেন ১৬ উইকেট।

বিশ্বকাপে সর্বাধিক চার

টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি চার মারার কীর্তি রয়েছে শ্রীলংকার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের। তিনি টি-২০ বিশ্বকাপে সব মিলিয়ে ১১১টি চার মেরেছেন।

তবে এবারের আসরেই তাকে ছাড়িয়ে যেতে পারেন ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি। ১০৩টি চার মেরেছেন কোহলি। আর নয়টি চার মারলেই লংকান কিংবদন্তিকে টপকে যাবেন তিনি।

অস্ট্রেলিয়ার সামনে বিরল কীর্তি গড়ার সুযোগ

এখন পর্যন্ত কোনো দল আইসিসি’র সব প্রতিযোগিতা একসঙ্গে জিততে পারেনি। অস্ট্রেলিয়ার সামনে সেই রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। তারা গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। এবার টি-২০ বিশ্বকাপ জিতলে নতুন নজির গড়বে অজিরা।

টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ

টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডও ভাঙতে পারে এবারই। এখন পর্যন্ত ২৩টি ক্যাচ নিয়ে এবি ডি ভিলিয়ার্স সবার উপরে রয়েছেন। তবে বিশ্বকাপে ২১টি ক্যাচ নেয়া ডেভিড ওয়ার্নার ছাড়িয়ে যেতে পারেন ডিভিলিয়ার্সকে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)