সাতক্ষীরায় বাবু ও লাল্টু জয়ী
Post Views:
৪৩০
নিজস্ব প্রতিনিধিঃঅবশেষে দিনভর ভোট গ্রহন শেষে সাতক্ষীরার সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু
ও কলারোয়া উপজেলায় ঘোড়া প্রতিকের প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু জয়ী হলেন।সদর উপজেলায় ৩১ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন মশিউর রহমান বাবু ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেন পেয়েছেন ২৩ হাজার ৬২০ ভোট।আনারস প্রতিকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডল ১৮ হাজার ২৮৫ ভোট, চিংড়ি মাছ প্রতিকের প্রার্থী গোলাম মোরশেদ ১৬ হাজার ৭৫২ ভোট এবং ঘোড়া প্রতিকের প্রার্থী যুবলীগ নেতা এ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ ৩ হাজার ১৭২ ভোট পেয়েছেন। এর আগে ভাইস চেয়ারম্যান পদে ইশতিয়াক শামস শোভন ও কোহিনুর ইসলাম বিনােপ্রতিদ্বন্দীতায় জয়ী হন। ওপর দিকে কলারোয়ার উপজেলায় ঘোড়া প্রতিক নিয়ে ৪৭হাজার ৮৪ ভোট পেয়ে আমিনুল ইসলাম লাল্টু পুনঃরায় নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতিকের প্রার্থী আলতাফ হোসেন পেয়েছেন ৪২হাজার ৭৪১ ভোট। এছাড়া মোটর সাইকেল প্রতিকের আনারুল ইসলাম পেয়েছেন ৭৯৪ভোট। একই সাথে ইমরান হোসেন ও সেলিনা আনোয়ার ময়না ভাইস চেয়াবম্যান নির্বাচিত হয়েছে।বুধবার রাতে জেলার সহকারী রিটানিং কর্মকর্তা ওয়াহিদ মুরাদ তাদের বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেন।