রাশিয়ায় হামলার অনুমতি দিলে গুরুতর পরিণতি ভোগে পুতিনের হুঁশিয়ারি
আন্তজার্তিক ডেস্ক: পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহার করতে দেয়, তাহলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উজবেকিস্তানে এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাতের অনুমতি দিতে কিছু ন্যাটো সদস্য রাষ্ট্রের মধ্যে আহ্বানের প্রতিক্রিয়ায় পুতিনের এ মন্তব্য এলো।পুতিন বলেছেন, এই ক্রমাগত উত্তেজনায় গুরুতর পরিণতি হতে পারে। ইউরোপে, বিশেষ করে ছোট দেশগুলোতে, তারা কী নিয়ে খেলছে সে সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত।রুশ নেতা বলেন, নেতাদের মনে রাখা উচিত, ইউরোপীয় অনেক দেশের ‘ছোট অঞ্চল’ এবং ‘ঘন জনসংখ্যা’ রয়েছে। তিনি আরো বলেন, এবং এই বিষয়টি, যা তাদের মনে রাখা উচিত রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত করার কথা বলার আগে, এটি একটি গুরুতর বিষয়।রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন হামলা চালালেও এর দায়ভার পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের ওপর বর্তাবে। তার মতে, তারা (পশ্চিমারা) বিশ্বব্যাপী সংঘাত চায়।এদিন পুতিন আরো জানান, তার ধারণা, পশ্চিমা সামরিক প্রশিক্ষকরা ইতিমধ্যে ইউক্রেনে ভাড়াটে হিসেবে গোপনে কাজ করছেন। এখন ফ্রান্সের মতো দেশগুলো আনুষ্ঠানিকভাবে তাদের পাঠালে তা উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলবে।পুতিন বলেন, এটি ইউরোপে একটি গুরুতর সংঘাতের দিকে, একটি বৈশ্বিক সংঘাতের দিকে আরেকটি পদক্ষেপ।এদিকে ইউক্রেনের শীর্ষ কমান্ডার সোমবার ঘোষণা করেছেন, দেশে সামরিক প্রশিক্ষক পাঠানোর বিষয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে পুতিন বলেছেন, ‘ভাড়াটের ছদ্মবেশে সেখানে বিশেষজ্ঞরা আছেন। এটি নতুন কিছু না।রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তারা (পশ্চিমারা) রুশ সেনাবাহিনীর কাছে ‘পরাজিত’ হবে এবং ‘ইউক্রেনের ভূখণ্ডে যারাই থাকুক না কেন আমরা যা প্রয়োজন মনে করি তাই করব। তাদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত।