উদারতা ইয়ুথ স্পোটিং ক্লাব আয়োজিত মাদকবিরোধী ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তিঃসাতক্ষীরা জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন উদারতা এন অঙ্গ প্রতিষ্ঠান উদারতা যুব স্পোর্টিং ক্লাব এর আয়োজনে মাদকবিরোধী ইউনিয়ন ভিত্তিক যুবদের নিয়ে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আট দলীয় নকআউট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় সংগঠনের অন্যতম উপদেষ্টা সহঃ উপজেলা শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। ফাইনালে মুখোমুখি হন শ্রীউলা ক্রিকেট একাদশ বনাম স্বাগতিক মাড়িয়ালা ক্রিকেট একাদশ। ফাইনালে টসে জিতে স্বাগতিকরা বিপক্ষ দলকে ব্যাটিং এ আমন্ত্রন জানান। নির্ধারিত অভারে সবকয়টি উইকেট হারিয়ে উনচল্লিশ রানের টার্গেট দেয় । ৭ বল হাতে রেখে স্বাগতিক দল সহজ লক্ষ্য টপকে যান । ক্লাবের সভাপতি ও উক্ত খেলার আহ্বায়ক আলামিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোহায়মিনুলের সার্বিক ব্যবস্থাপনায় ম্যান অফ দা ম্যাচ, ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট এবং রানার্সআপ ও চ্যাম্পিয়নদলের ভিতরে পুরুষ্কার বিতরন করেন উদারতার চেয়ারম্যান নীলিমা জিসান । আম্পিয়ারের দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান এবং সিরাজুল ইসলাম। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন রোকনুজ্জামান এলিট । স্কোয়ারের দায়িত্ব পালন করেন ফুয়াদ, দেলোয়ার এবং সাজ্জাদ। অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন আশিকুর রহমান , মোস্তাফিজুর রহমান , শিমুল আহম্মেদ প্রমুখ। সমগ্র খেলাটির সদস্যসচিব এবং পরিচালনায় ছিলেন আবু তাহের ।