সাতক্ষীরায় যক্ষা রোগিদের অধিকার ও বৈষম্য দূরিকরনের উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরায় সামাজিক যোগাযোগের মাধ্যম কারিদের যক্ষা রোগিদের অধিকার বৈষম্য ও সামাজিক কলঙ্ক দুরীকরনের উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী হলরুমে দিন ব্যাপি যক্ষা রোগিদের নিয়ম মেনে চলুন যক্ষা প্রতিরোধ করুন এর উপর প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সি এফ সি এস এর সহযোগিতায় ও সম্প্রীতি এইড ফাউন্ডেশন উক্ত কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপত্বি করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভা রঞ্জন শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টি ফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিন বিলকিস ময়না, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সম্প্রীতি বাক শ্রবন প্রতিবন্ধী কল্যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম ও শিক্ষিকা দীপা রানি মন্ডল।এসময়
বক্তারা বলেন, যক্ষা রোগ নিরাময় যোগ্য রোগ। যক্ষা হলে ভয় পাওয়ার কিছু নেই চিকিৎসা নিলে সুস্থ হয়ে যাবে। তবে যক্ষা রোগিদের অবহেলা করা যাবে না। বক্তার বলেন বিশ^ স্বাস্থ্য সংস্থার তথ্য ঝুকিপূর্ন ২২ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ। ২০২০ সালে জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচির প্রতিবেদনে দেখা যায় প্রতি লাখে ২২১ জন যক্ষা রোগি। তাই সবাইকে যক্ষা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।