ঘূর্ণিঝড় রোমাল মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
রঘুনাথ খাঁ: ঘূর্ণিঝড় রোমাল মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা প্রস্তুতি সভায় যোগ দেন। সভা শেষে হুমায়ুন কবির বলেন ঘূর্ণিঝড় রোমাল মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া শুরু করেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রোমাল মোকাবেলায় ১৬৯টি আশ্রয় কেন্দ্রসহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার উপযোগী করা হচ্ছে । এছাড়া ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরী কাজে অংশগ্রহণের জন্য। জরুরী ত্রাণ কার্যে ব্যবহারের জন্য রয়েছে ৫ লাখ ২৫ হাজার টাকা।
Please follow and like us: