তালায় ধানবোঝাই ট্রাক উল্টে দুইজন শ্রমিকের মৃত্যু, আহত-১১
রঘুনাথ খাঁঃ সাতক্ষীরার তালা- পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি সরদারবাড়ি বটতলা নামক স্থানে ধানবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১১ জন শ্রমিক। শনিবার ভোর ৬টার দিকে তালঅ রপাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটি এলাকায় মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার বগা গ্রামের আবু তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও একই উপজেলার মাদারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল সরদার (৩২)।
খুলনা জেলার কয়রা উপজেলার গড়–ইখালি গ্রামের ওমর আলী সরদার জানান, তার ভাইপো মান্দারবাড়িয়া গ্রামের মনিরুলইসলাম, পার্শ্ববর্তী বগা গ্রামের সাঈদুল ইসলামসহ ১৩জন শ্রমিক ২৮ দিন আগে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের জিয়াদ আলী মাষ্টারের বাড়িতে ধান কাটতে যায়। মুজুরি বাবদ পাওয়া ১৬৫ বস্তা ধান একটি ট্রাক (যশোর-ট-১১-৩৭৮৫) ভর্তি করে শ্রমিকরা শনিবার ভোর তিনটার দিকে গোপালগঞ্জ থকে কয়রার উদ্দেশ্যে রওনা হন। সকাল ৬টার দিকে পথিমধ্যে সাতক্ষীরার তালা- পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি সরদারবাড়ি বটতলা মোড়ে পৌঁছালে ট্রাকটি রাস্তার বাম পাশে উল্টে যায়। এতে ধান চাপা পড়ে শ্রমিক তার ভাইপো মনিরুল সরদার ও সাঈদুল গাজী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় ১১ জন শ্রমিক। এদের মধ্যে মারাত্মক জখম একই উপজেলার মাদারবাড়িয়া গ্রামের দাউদ আলী সরদারের ছেলে আল আমিনকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সবুজ বিশ্বাস জানান, শ্রমিক আল আমিনের মাথায় গুরুত্বর জখমের ফলে রক্তক্ষরণ হওয়ায় তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম জানান, নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত এক শ্রমিককে খুলনায় চিকিৎসা দেওয়া হচ্ছে।