স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আলোচনা সভা
Post Views:
২২৮
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯ টায় দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সদস্য এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বকুল মোড়ল। এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সদস্য মো. মহসিন হোসেন, মনিরুল ইসলাম, পৌর শাখার সভাপতি এস. এম সাঈদ হোসেন, নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা শেখ আব্দুল আজিজ, রেজাউল ইসলাম রেজা, মো. শিমুল সরদার,মো. মজনু সরদার,আবু সালাম, মো. আল আমিন,মো. ইউনুস আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন দেশে এসেছিল বলেই দেশের উন্নয়ন হচ্ছে। তিনি যদি সেদিন দেশে না আসতেন অন্যান্য মুসলিম কান্ট্রির মতো মারামারি হানাহানি চলত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাইতো বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তানসহ অন্যান্য দেশের নেতারা উৎসাহিত হয়।