সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত
Post Views:
১৬৯
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ কুদ্দুস গাজী (৭১) নামে ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে মহাসড়কের বিনেরপোতা বাজারের কাছে এই দূর্ঘটনাটি ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক একই এলাকার মৃত রূপচাঁদ গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত ফজরের নামাজ পড়ার পর ভ্যান নিয়ে যাত্রী পরিবহনে বের হন কুদ্দুস গাজী।
সকাল সাড়ে ছয়টার দিকে বিনেরপোতা বাজারের কাছে রাস্তার ধারে ভ্যান রেখে ভ্যানের উপর বসে চা খাচ্ছিলেন তিনি। ওই সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহতের লাশ সদর হাসাপাতালের মর্গে রয়েছে। তবে ঘাতক ট্রকটি আটক করা সম্ভব হয়নি।