পাওনা টাকা ফেরত চাওয়ায় মারপিটের অভিযোগ
Post Views:
১৯১
স্টাফ রিপোর্টার :সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ায় জমি বিক্রির নামে টাকা নিয়ে ফেরত না দেওয়ায় টাকা চাইতে গেলে পাওনাদারকে মারপিটের অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। এঘটনায়
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগে করেছেন ভুক্তভোগী।
অভিযোগগ সুত্রে জানা গেছে,সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়ার মৃত আকবর আলীর ছেলে মিজানুর রহমানের নিকটে জমি বিক্রি করার পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে শহিনুর ইসলাম ওরফে লালবাবু, শহিনুর ইসলামের ছেলে আশিকুর ইসলাম ওরফে সোহান টাকা নেন। দীর্ঘদিন জমি লিখে না দেওয়ায়। মিজানুর রহমান অভিযোগ করলে স্থানীয়ভাবে কয়েকবার শালিস বৈঠক হয়। ওইসব বৈঠকে শহিনুর ইসলাম ও আশিকুর ইসলাম মিজানুর রহমানকে দ্রুত সময়ে জমি লিখে দিতে না পারলে টাকা ফেরত দিতে অঙ্গীকার করেন।এদিকে, দীর্ঘদিন শহিনুর ও আশিকুর জমিও লিখে দেয় না। আবার টাকাও ফেরত দিচ্ছে না। এক পর্যায়ে ১৬ মে বৃহস্পতিবার তাদের কাছে মিজানুর রহমান টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে উল্টো শহিনুর ইসলাম ও আশিকুর রহমান সোহান মিজানুর রহমানকে মারপিট করে ও দা নিয়ে কোপাতে যায়। এ সময় মিজানুর ৯৯৯ ফোন করলে পুলিশ আসলে গালাগালি, হুমকি-ধামকি দিয়ে তারা চলে যায়। বর্তমান মিজানুর রহমানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মহিদুল ইসলাম জানান,এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।