বিশ্বকাপের ১৭ দলের স্কোয়াড কেমন হলো, দেখে নিন একনজরে
স্পোর্টস ডেস্ক:
আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এই টুর্নামেন্টের আয়োজক যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। কুড়ি ওভারের টুর্নামেন্টিতে অংশ নেবে ২০ দল। আর ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই টুর্নামেন্টের।
আসন্ন টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই দেশের ১০টি ভেন্যুতে। আর সবমিলিয়ে মাঠে গড়াবে ৫৫টি ম্যাচ। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। ম্যাচটি হবে স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায়, ২ জুন।
এদিকে টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে ১৭ দল। আইসিসিতে প্রাথমিক স্কোয়াড পাঠালেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ, পাকিস্তান ও নেদারল্যান্ডস।
সোমবার এক বার্তায় বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে।
এখন পর্যন্ত বিশ্বকাপের জন্য ঘোষিত ১৭ দলের স্কোয়াড দেখে নিন একনজরে-
নিউজিল্যান্ডের স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।
ইংল্যান্ডের স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি (সহ-অধিনায়ক), স্যাম কুরান, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড, রিস টপলি।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ: শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ, আভেশ খান।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজেরি জোসেফ, জনসন চার্লস, রস্টন চেজ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমেন, জেরাল্ড কোয়েৎজে, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।
অস্ট্রেলিয়ার স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, অ্যাস্টন আগার, ক্যামেরন গ্রিন ও নাথান এলিস।
আফগানিস্তানের স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান।
রিজার্ভ: হজরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ অটল ও সালিম সাফি।
ওমানের স্কোয়াড: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রাতিক আথাভেল, আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিকউল্লাহ, কালিমউল্লাহ, ফায়াজ বাট ও শাকিল আহমেদ।
রিজার্ভ: জাতিন্দার সিং, সামায় শ্রিভাস্তাভ, সুফিয়ান মেহমুদ, জায় ওডেড্রা।
যুক্তরাষ্ট্রের স্কোয়াড: মোনাক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, আন্দ্রিস গুজ, স্টিভেন টেলর, কোরি অ্যান্ডারসন, সৌরভ নেত্রাভালকার, জেসি সিং, হারপ্রীত সিং, নশটুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান স্কলওয়াক, নীতিশ কুমার, আন্দ্রিস গুজ, শায়ান জাহাঙ্গীর, আলী খান, নিসর্গ প্যাটেল, মিলিন্দ কুমার।
রিজার্ভ: গাজানান্দ সিং, জুনোয় ড্রাইড্যাল এবং ইয়াসির মোহাম্মদ।
স্কটল্যান্ডের স্কোয়াড: রিচি ব্যারিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, ব্রাড কুরি, ক্রিস গ্রেভস, ওলই হ্যারিস, জ্যাক জার্ভিস, মাইকেল জোনস, মাইকেল লাস্ক, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মুনসে, সাফিয়ান শরিফ, ক্রিস সোলে, চার্লি টিয়ার, মার্ক ওয়াট ও ব্রাড হোয়েল।
উগান্ডার স্কোয়াড: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), সাইমন সেসাজি, রজার মুকাশা, কসমস কয়েওয়াটা, দিনেশ নাকরানি, ফ্রেড আছিলাম, কেনেথ বিস্ব, অল্পেশ রামজানি, ফ্রাঙ্ক সুবুগা, হেনরি সেনিওন্দো, বিলাল হাসুন, রবিনসন ওবুয়া, রিয়াজত আলী শাহ (ভিসি), জুমা মিয়াজি, রনক প্যাটেল।
রিজার্ভ: রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট মেবেজা
পাপুয়া নিউ গিনির স্কোয়াড: আসাদ ভালা (অধিনায়ক), সিজে আমিনি, অ্যালেই নাও, চাঁদ সোপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরেয়া, কিপলিং দরিগা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, সেমা কামেয়া, সেসে বাউ, টনি উরা।
শ্রীলংকার স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, ধনঞ্জয় ডি সিলভা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লালাগে, দুশমন্ত চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, দিলশান মাদুশঙ্কা।
রিজার্ভ: আসিথা ফার্নান্দো, বিজয়াকান্ত ভিয়াসকান্ত, ভানুকা রাজাপাকসা ও জেনিথ লিয়ানাগে।
আয়ারল্যান্ডের স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক আদাইর, রস আদাইর, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্ফার, গারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, নেইল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।
নেপালের স্কোয়াড: রোহিত পৌদেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশল ভুরটেল, কুশল মল্লা, দীপেন্দ্র সিং আইরি, ললিত রাজবংশী, করন কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রাটিস জিসি, সন্দীপ জোরা, অভিনাশ বোহরা, সাগর ধাকাল ও কমল সিং আইরি।
যুক্তরাষ্ট্রের স্কোয়াড: মনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), আরন জনস, আন্দ্রেস গাউস, কোরে অ্যান্ডারসন, আলি খান, হারমীত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নোশতুশ কেনজিগ, সৌরভ নেত্রালভাকার, শেলডি ফন শ্যালউইক, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।
রিজার্ভ: গজনন্দ সিং, জোয়ানয় দৃশদেল, ইয়াসির মোহাম্মদ।
কানাডার স্কোয়াড: সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেলিগার, দিলপ্রীত বাজওয়া, হার্শ ঠাকের, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দীকি, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর (উইকেটরক্ষক), নভনিত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগত সিং, রবিন্দরপল সিং, রায়ানখান পাঠান ও শ্রেয়াস মোভা (উইকেটরক্ষক)।
রিজার্ভ: তাজিনদার সিং, অদিতিয়া ভারাধর্জন, আম্মার খালিদ, জতিন্দর মাথারু এবং পারভিন কুমার।