কালীগঞ্জে গাঁজা সহ আটক-১
হাফিজুর রহমান:চুরি করা টাকা ফেরত দিতে এসে চোর ও মাদক সেবীর তথ্যের ভিত্তিতে রফিকুল ইসলাম নামে ১ মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ গাজা সহ স্থানীয় চেয়ারম্যান আটক করে পুলিশের সোপর্দ করেছে। আটকৃত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫৬) কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের মৃত শেখ মতিউর রহমানের পুত্র। শনিবার (১১ মে) দুপুর ১ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা হাটখোলা নাহার ক্লিনিকের সামনে মুজিবরের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয় । ভুক্তভোগী দোকান মালিক মুজিবর রহমান জানান , শনিবার দুপুর আনুমানিক ১ টার দিকে দোকান খোলা রেখে কিছুক্ষণের জন্য বাহিরে যায় এই সুযোগে বিল কাজলা গ্রামের ইসরাইল গাজীর পুত্র চোর, মাদক সেবী দোকানে কেউ না থাকার সুযোগে দোকানের ক্যাশ বাক্স হতে ৭,৩০০ টাকা চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে চোর অনিককে ধরে আনলে সে গাজা খাওয়ার জন্য চুরি করেছে বলে স্বীকার করে চুরির টাকা থেকে অনিক সাড়ে ৫ হাজার টাকা ফেরত দিলে তাকে স্থানীয় চেয়ারম্যান আজিজুল ইসলামের নিকট নিয়ে যায়। ওই সময় গাজা কোথা থেকে কিনেছে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান আজিজুর রহমান এবং তার পরিষদের দফাদার চৌকিদারদের নিয়ে বিপুল পরিমাণ গাজা সহ কাশিবাটি গ্রামের তার বাড়ি হতে রফিকুল ইসলাম নামে ১ গাঁজা ব্যবসায়ীকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।