কালিগঞ্জে চোর ও গাঁজা ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি:
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা ঃ জনতা এক চোর ও এক গাঁজা ব্যবসায়ীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে। রবিবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলার নাহার ক্লিনিকের সামনের চায়ের দোকানদার মুজিবর রহমান শনিবার দুপুর ১টার দিকে দোকান খোলা রেখে বাহিরে কাজে গেলে নলতার বিল কাজলার ইসরাইল গাজীর ছেলে মাদক সেবী অনিক (১৪) কৌশলে ক্যাশ বাক্স থেকে ৭হাজার ৩০০ টাকা চুরি করে নিয়ে যায়। দোকানদার মুজিবর রহমান ফিরে এসে ক্যাশ বাক্সে টাকা না পেয়ে খোঁজা খোজির এক পর্যায়ে সন্দেহ হলে পরদিন সকালে অনিককে ডেকে শোনা বোঝা করলে সে টাকা চুরি করার কথা স্বীকার করে। এসময় তার পকেটে ২পুরিয়া গাঁজা পাওয়া যায়। জিজ্ঞাসাবদে সে চুরির কথা স্বীকার করে ৫হাজার ৫০০ টাকা ফেরত দেয়। এসময় সে কাশিবাটি গ্রামের মৃত মতিয়ার রহমানে ছেলে চিহ্নিত গাঁজা ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামের কাছ থেকে গাঁজা কিনেছে বলে জানায়। তার স্বীকারোক্তি অনুযায়ী গাঁজা ব্যবাসায়ী শেখ রফিকুল ইসলামকে রবিবার দুপুরে আটক করা হয়। তার বাড়ি থেকে কিছু পরিমান গাজা উদ্ধার করা হয়। এসময় চোর ও মাদকসেবী অনিককে আর এধরনের কাজ করবে না বলে স্বীকারোক্তি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে গাঁজা ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।