এসএসসিতে সাতক্ষীরা জেলা যশোর বোর্ডের শীর্ষে
রঘুনাথ খাঁ:
এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯৬ দশমিক ১২ শতাংশ পাশ করে যশোর বোর্ডে সাতক্ষীরা জেলা শীর্ষ স্থান অধিকার করেছে।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান কবীর জানান, এবারের এসএসি ও সমমানের পরীক্ষায় সাতক্ষীরার ২৮টি কেন্দ্রে ৩০১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৫১৮ জন ছাত্র, ৮ হাজার ৭৪৪জন ছাত্রী মোট ১৭ হাজার ২৬২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তবে ৮ ৪৭৫ জন ছাত্র, ৮ হাজার ৬৪১ জন ছাত্রী মোট ১৭ হাজার ১১৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৮ হাজার ৮০ জন ছাত্র, ৮ হাজার ৩৭২জন ছাত্রী মোট ১৬ হাজার ৪৫২জন শিক্ষার্থী পাস করে। সাতক্ষীরা জেলায় পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ। যাহা যশোর শিক্ষা বোর্ডের শীর্ষে। তবে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে এবং জেলায় কতজন জিপিএ পেয়েছে তা তিনি জানাতে পারেননি।# সাতক্ষীরা প্রতিনিধি। তাংÑ ১২.০৫.২৪