সাতক্ষীরায় প্রাণী সম্পদ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ও মালামাল উদ্ধার নেই
রঘুনাথ খাঁ ঃ সাতক্ষীরা সদর উপজেলার যোগরাজপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আবুল কালাম মোস্তফার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গৃহকর্তা মোঃ আবুল কালাম মোস্তফা বাদি হয়ে অজ্হাতনামিা ৫/৬ জন ডাকাত এর বিরুদ্ধে শুক্রবার রাতেই এ মামলা দায়ের করেন।
এদিকে ডাকাতির ঘটনার ৩৭ ঘণ্টায়ও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার ও লুঠকৃত মালামাল উদ্ধার করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন মামলার বাদি ও তার স্বজনরা।
ঘটনার বিবরনে জানা যায়, প্রাচীর টপকে বাড়ির পিছনের গ্রীলের হ্যাজবোল্ড ভেঙে গত বৃহষ্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে শুক্রবার ভোর সোয়া চারটা পর্যন্ত পাঁচ-ছয় জনের একদল সশস্ত্র ডাকাত তার ও তারন স্ত্রীর হাত ও মুখ বেঁধে আলমারি ভেঙে নগদ এক লাখ ৭০ হাজার টাকা, ৪০ ভরি সোনার গহণা, ১৬টি মুÐু মার্কা রুপার টাকা, আট ভরি রুপার গহণা, মাটির ভাÐার ভেঙে ১৪ হাজার টাকা , দুটি বাটাম ফোন ও একটি স্মার্ট ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদি হয়ে শুক্রবার রাতে ডাকাতির মামলা দায়ের করেন। তবে গত ৩৭ ঘণ্টায়ও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি উদ্ধার করতে পারেনি লুঠ করা সোনার গহণা ও টাকা। ফলে তিনি ও তার স্বজনরা হতাশায় ভুগছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে গৃহকর্তা মোঃ আবুল কালাম মোস্তফা বাদি হয়ে তার বাড়িতে ডাকাতির ঘটনায় একটি মামলা(২৪ নং) দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।