সাতক্ষীরায় বয়ষ্ক মানুষদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফিরোজ হোসেন: সাতক্ষীরায় বয়ষ্ক মানুষদের স্বাস্থ্য সুরক্ষায় “জেরিয়াট্রিক হেলথ অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সচেতনতা প্রচারের প্রচারণা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় দেবহাটার কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন ও প্রমোশন অপারেশনাল প্লানের সার্ভিস প্যাকেজ নং এলএইচইপি ২৩-২৪, এস ৫ এর আওত্তায় সহযোগী সংস্থা প্লে ডক্টর মিরপুর,ঢাকা এর বাস্তবায়নে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় বয়ষ্ক ব্যক্তি, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের অংশ গ্রহনে “জেরিয়াট্রিক হেলথ অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সচেতনতা প্রচারের প্রচারণা” কমিউনিটি ক্যাম্পেইনমূলক কর্মশালায় দেবহাটা স্বাস্থ্য পরিদর্শক আবদুল্লাহ গাজীর সভাপতিত্বে ও সিএইচসিপি আসাবুর রহমানের সঞ্চালনায়বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল আলম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তিসহ সিভিল সার্জন কার্যালয়ের রিসোর্স পারসনবৃন্দ। এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারি এবং প্লে ডক্টর এজেন্সির প্রতিনিধি, এলাকাবাসীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা, বয়ষ্ক মানুষদের শারিরীক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে বয়ষ্কদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় পরিবারসহ সকলের সহযোগিতার আহবান করেন। এছাড়া বৃদ্ধ বয়সে হৃদরোগ , ডায়াবেটিস , চক্ষু, কিডনিসহ নানা রোগ বিষয়ে সকলকে সচেতন করতে বিস্তারিত আলোচনা করা হয়। এবং অংশগ্রহনকারীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব, টিশার্ট, লিফলেট, বুকলেট বিতরন করা হয়।