পিএসজিকে হারিয়ে ১১ বছর পর ফাইনালে ডর্টমুন্ড
স্পোর্টস ডেস্ক:
নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে গেল পিএসজি। ৫০তম মিনিটে একমাত্র গোলটি ম্যাটস হামলেসের। দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে জিতে ১১ বছর পর আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিল ডর্টমুন্ড।
চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ড নিজেদের একমাত্র শিরোপাটি জিতেছিল ১৯৯৭ সালে। মিউনিখের ফাইনালে তারা হারিয়েছিল ইতালির জুভেন্টাসকে।
এদিন নিজেদের মাঠে প্রায় ৭০ শতাংশ বলের দখল রেখে ডর্টমুন্ডের পোস্টে ৩০টি শট নিয়েছিল পিএসজি। এর চারটি ফিরে পোস্টে লেগে।
পিএসজির একের পর এক মিসে ৫০তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন হামলেস। কর্নার থেকে আসা বলে হেডে জাল খুঁজে নেন ৩৫ বছর বয়সী জার্মানি এই ডিফেন্ডার।
সেমিফাইনালে তার চেয়ে বেশি বয়সে গোলের কীর্তি আছে কেবল রায়ান গিগস (৩৭ বছর ১৪৮ দিন, ২০১১ সালে) ও এদিন জেকোর (৩৭ বছর ৫৪ দিন, গত মৌসুমে)। সেই গোলের আগে-পরে অসাধারণ রক্ষণে পিএসজিকে আটকে দেন তারা। এখন ডর্টমুন্ড অপেক্ষায় ১ জুনের ফাইনালেও হলুদ ঢেউ তোলার।