ইসরায়েলে বোমা পাঠানো বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক:
গত সপ্তাহে ইসরায়েলে বোমার চালান পাঠায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজার রাফা শহরে তীব্র হামলার আশঙ্কায় তেল আবিবে বোমা না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটনের এক কর্মকর্তা। বুধবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি। নামপ্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, গত সপ্তাহে ওই চালানটি না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এছাড়া পরবর্তী তারিখে অস্ত্র হস্তান্তরের যে প্রতিশ্রুতি ছিল তা সময় অনুযায়ী পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওই কর্মকর্তা বলেন, আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি।
এর আগে সোমবার ১৪ লাখ মানুষের আশ্রয় নেয়া শহর রাফায় সর্বাত্মক হামলার হুমকি দিয়েছিল তেল আবিব। তাদের এমন হুমকির পর নড়েচড়ে বসেছিল বিশ্ব মোড়লরা। রাফায় হামলার বিরোধিতা ও এ ব্যাপারে নিজেদের নিয়ন্ত্রণ করতে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, রাফায় ইসরায়েলের এমন কর্মকাণ্ডে বিপর্যয়ের সম্মুখীন হবে গোটা ফিলিস্তিন।
হামলার প্রস্তুতির অংশ হিসেবে এর মধ্যেই রাফার পূর্বাঞ্চল থেকে প্রায় ১ লাখ শারণার্থীকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের মর্টার হামলায় ইসরায়েলের চার সেনা নিহত হওয়ার একদিন পরই এমন আগ্রাসনের দিকে এগিয়ে যায় তারা।
তবে বিশ্ব মোড়লদের ‘বুড়ো আঙুল’ দেখিয়ে সোমবার রাতভর রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নাগরিক সরানোর নির্দেশের কয়েক ঘণ্টা পরই রাফায় বিমান হামলা শুরু করে তেল আবিব। এতে এখন পর্যন্ত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের তথ্য কেন্দ্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, পূর্ব রাফায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে রাফা।