সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ
প্রেসবিজ্ঞপ্তি:গত ২৮ শে এপ্রিল ২০২৪ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতক্ষীরা জেলা বিএনপির সদ্য বহিস্কৃত নেতা আব্দুর রউফকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নিখাদ খবর পত্রিকার সম্পাদক আ.হ.ম. তারেক উদ্দীন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউর ইসলাম জিয়া, জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে কতিপয় পত্রিকায় মিথ্যা মনগড়া ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। অনুরূপভাবে গত ৩০ শে এপ্রিল একজন নির্বাচন কমিশনারের সাতক্ষীরায় আগমনকালে ডিসি অফিস চত্বরে প্রেসব্রিফিং এর সময় কতিপয় সাংবাদিক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নিখাদ খবর পত্রিকার সম্পাদক আ.হ.ম. তারেক উদ্দীনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যা মনগড়া ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন।
উল্লেখ্য, আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৩৮ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রার্থীদের মধ্য থেকে কেউ রিটানিং কর্মকর্তার নিকট এ ধরনের কোন অভিযোগ করেছেন বলে আমরা শুনিনি। তারপরও কতিপয় সাংবাদিক বিএনপি-জামায়াতের দলীয় কর্মীর মত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা বানোয়াট অভিযোগ করে জননেত্রী শেখ হাসিনার সরকারের অবাধ নিরপেক্ষ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্ঠায় লিপ্ত হয়েছেন। বিগত ২০১৩/১৪ সালে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতায় ১৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী নিহত, শত শত নেতাকর্মী আহত, বহু মানুষের বাড়ি-ঘর, দোকান-পাটে অগ্নিসংযোগ, রাস্তা-ঘাট ব্রীজ কালভার্ট ভেঙে ফেলার সময়ও আমরা কতিপয় সাংবাদিককে তাদের ক্যামেরার ব্যাগ হতে মিছিলের ব্যানার বিএনপি-জামায়াতের সেইসব সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়ার কথা শুনেছি এবং এসব অভিযোগে গ্রেপ্তারও হতে দেখেছি।আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে কোন কোন সাংবাদিকের এ ধরনের তৎপরতা সেই ঘটনারই পুনরাবৃত্তি বলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ মনে করে। আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কোন কোন সাংবাদিকের এ ধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।