কুড়িয়ে পাওয়া রিয়েল বিক্রির নামে প্রতারণা
ডেস্ক রিপোর্ট: নিজেদেরকে গ্রাম্য সহজ সরলভাবে উপস্থাপন আবার কখনো বা সুইপার পরিচয়ে বিভিন্ন জেলায় গিয়ে অভিনব কায়দায় প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তারা। সৌদিতে থাকা ভাইয়ের কুড়িয়ে পাওয়া রিয়েল বিক্রির নামে কমিশনে প্রতারণা করতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ডিবির হাতে আটক হওয়া প্রতারক চক্রের পাঁচ সদস্য। রোববার (৫ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম। এসময় আটকদের কাছ থেকে চারটি সৌদি রিয়েল ও রিয়েল সাদৃশ্য কাপড়ে মোড়ানো সাবান এবং ভাজ করা পুড়ানো পত্রিকা উদ্ধার করার কথা জানিয়েছে ডিবি পুলিশ।আটককৃতরা হলেন, জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া পাতাকাটা গ্রামের মৃত নিজাম ফকিরের ছেলে সানু ফকির, মৃত লতিফ হাওলাদারের ছেলে তৈয়ব হাওলাদার, আবদুস সোবহান খানের ছেলে মিজানুর রহমান মিজান, ঘটখালী গ্রামের খোয়শেদ আলম সিকদারের ছেলে আল ইমরান ওরফ সুজন সিকদার ও একই উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আব্বাস বয়াতীর ছেলে শাহীন বয়াতি। বরগুনা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ সৌদির রিয়েল বিক্রির নামে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম, এস আই মারুফ আহমেদ ও এএসআই রুবেল হাওলাদারের নেতৃত্বে বরগুনা ডিবি সদস্যের একটি দল প্রতারক চক্রের ওই পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করে। এসময় এক ইউপি সদস্য ও তার এক ভাগিনা এই চক্রের সঙ্গে জড়িত বলে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটকরা। বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম কালবেলাকে বলেন, ডলার বা সৌদির রিয়েল তাদের কাছে গচ্ছিত আছে বলে মানুষের মনে বিশ্বাস তৈরি করে প্রতারণা করে আসছিলেন বলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি। বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।অপর এক অভিযানে, ৩০০ গ্রাম গাঁজাসহ বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের সুজার খেয়াঘাট এলাকা থেকে শাকিল নামের এক মাদক কারবারিকে শ্বশুরবাড়ি থেকে আটক করেছে ডিবি পুলিশ। শাকিল জেলার বেতাগী উপজেলার বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ রানীপুর এলাকার জালালের ছেলে।