নলতায় প্রতারক চক্রের দুই সদস্য আটক
তরিকুল ইসলাম ও হাফিজুর রহমান: মহিলাদের বিভিন্ন ভাতা কার্ড করার নামে টাকা হাতিয়ে নেওয়ার সময় সাতক্ষীরার কালিগঞ্জ থানাধীন নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামে প্রতারক চক্রের দুই সদস্য আটক করেছে এলাকাবাসী। আটক প্রতারক চক্রের সদস্যরা হলেন কালিগঞ্জের নারায়াণপুর গ্রামের মৃত আজগার আলীর পুত্র মিজানুর রহমান(৪২) ও একই গ্রামের আঃ ওহাবের পুত্র আবু সালেক(৪৫)।জানা যায় শনিবার (৪ মে) সকালে নলতার মাঘুরালী গ্রামের আবু বক্কারের স্ত্রী ময়নাকে প্রতিবন্ধী ভাতা বাবদ বড় অংকের অনুদান কার্ড করে দেওয়ার নামে দেঁড় হাজার টাকা দাবি করেন এই প্রতারক চক্র। এর আগে গত বৃহস্পতিবার অনুদান কার্ড প্রসেসিং বাবদ ময়নার কাছ থেকে প্রতারক মিজানুর দেঁড় হাজার টাকা হাতিয়ে নেয়। একই সাথে ময়নার শ্বাশুড়ি মৃত জোহর আলীর স্ত্রী আনোয়ারাকে বয়স্ক ভাতা কার্ড দেওয়ার নামে এক হাজার আট শত টাকা দাবি করেন। তাৎক্ষণিক আনোয়ারা তিনশত টাকা বের করে দেন। এ ঘটনার সপ্তাহ খানেক আগে পাশের গ্রাম বিশেলক্ষী গ্রামে গর্ভবতী ভাতা কার্ডের নামে আবু বক্কারের কাছ থেকে হাতিয়ে নেয় দেঁড় হাজার টাকা। পরে গতকাল এলাকাবাসীর সন্দেহ হলে প্রতারক চক্রের এই দুইজনকে আটক করে করে স্থানীয় নলতা ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।ভুক্তভোগী আবু বক্কার বলেন, আমার সন্তান জন্মগ্রহণ করেছে কয়েকমাস হলো, তবে আমাকে প্রতারক মিজানুর বলেছিলো স্ত্রীর গর্ভধারণের কাগজপত্র ও দেঁড় হাজার টাকা দিলে এক সপ্তাহের মধ্যে ভাতা কার্ড আসবে। এই প্রতারক আমার বাড়ির পাশে শফিকুলের কাছ থেকেও টাকা নিয়েছে।এসময় প্রতারক চক্রের কাছে বেশ কয়েকটি প্রতিবন্ধী কার্ডের খালি ফরম, বিভিন্ন এলাকার মহিলাদের আইডি কার্ডের ফটোকপি, ছবিসহ বিভিন্ন কাগজপত্র, মেডিকেল অফিসারের নকল সিল ও ভুয়া মেডিকেল সার্টিফিকেট পাওয়া যায়।নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, আমার ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম আমাকে মুঠো ফোনে কল করলে আমি তখনই ঘটনাস্থলে দফাদার পাঠিয়ে প্রতারক মিজানুর ও আবু সালেককে পরিষদে এনে আটকে রাখি। সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যান। আশাকরি যথাযথ আইনের প্রয়োগ হবে।ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতারক চক্রের নারায়াণপুর গ্রামের বাসিন্দারা এই দুজনের সকল তথ্য ফাঁস করে দেন। নারায়াণপুর হাবিবুর রহমান জানান, মিজান-সালেক এলাকার বড় বাটপার ও সারা বছর তারা চুরি-ডাকাতি ও এমন প্রতারণার কাজে ব্যস্ত থাকেন।