দেবহাটায় দুদিনে প্রায় ১০ হাজার কেজি রাসায়নিক মেশানো আম জব্দ
স্টাফ রিপোর্টার: দেবহাটায় দুদিনে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার কেজি রাসায়নিক মিশিয়ে পাকানো গোবিন্দভোগ জাতের আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ মে) রাতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান উপজেলার সখিপুরে এবং বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার কুলিয়া ইউনিয়নের বহেরায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ১০ হাজার কেজি রাসায়নিক মিশিয়ে পাকানো গোবিন্দভোগ আমের চালান জব্দ করেন। পরে জব্দকৃত আম সখিপুর ফুটবল মাঠে প্রকাশ্যে গাড়ির চাকায় পিষে বিনষ্ট করা হয়।সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার বলেন, সাতক্ষীরার গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া সহ নানা প্রজাতির সুস্বাদু আম সারাদেশে এ জেলার পরিচিতি, সুনাম ও ঐতিহ্যকে বহন করে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে অপরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে সারাদেশে সরবরাহের মধ্যদিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করছেন। এতে একদিকে দেশজুড়ে সাতক্ষীরার আমের সুনাম যেমন নষ্ট হচ্ছে, অপরদিকে রাসায়নিক মেশানো আম খাওয়ার ফলে মানুষের ব্যপক স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। আম পরিপক্ক হওয়ার নির্ধারিত সময়ের আগে যাতে রাসায়নিক মেশানো সাতক্ষীরার আম কোনভাবেই দেশের বাজারে ছড়িয়ে না পড়ে সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান এসিল্যান্ড দীপা রানী সরকার।