তীব্র তাপদাহে নাকাল সাতক্ষীরার মানুষ
নিজস্ব প্রতিনিধি ঃ তীব্র তাপদাহে নাকাল দক্ষিণের জেলা সাতক্ষীরা। সকাল থেকেই সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত হয়ে উঠেছে এ জনপদ। দিনের মতোই থাকছে রাতের তাপমাত্রা। অতি তীব্র তাপদাহে মারা যাচ্ছে সাদা সোনা খ্যাত সাতক্ষীরার মৎস্য ঘেরের চিংড়ি মাছ। ঝরে পড়ছে গাছের আম। তীব্রদাবাদাহে কোথাও মিলছে না স্বস্তি। তাপদাহে বেকায়দায় পড়েছেন শ্রমজীবি মানুষ। তীব্র দাবদাহে দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। গরম থেকে কিছুটা হলেও রেহাই পেতে কেউ কেউ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। আনেকেই আবার পৌরদীঘি ও পুকুরের পানিতে গোসল করছেন। গরমে পিপাসা নিবারনে পান করছেন শরবত, আখের রস ও ডাবের পানি। গরমে ভিড় বাড়ছে ফ্যান ও এসির দোকান গুলোতে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ বিকাল ৩ টায় সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৪৮ ভাগ।