সাতক্ষীরায় চলমান তাপপ্রবাহে ছাত্রদলের পানি-স্যালাইন বিতরণ
Post Views:
১৪৬
স্টাফ রিপোর্টার: চলমান তীব্র তাপপ্রবাহে সাতক্ষীরার সাধারণ পথচারী ও দিনমজুরদের মাঝে বিশুদ্ধ খাবার পানি-স্যালাইন বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।বুধবার (১ মে) দুপুরে শহরের ব্যস্ততম নিউ মার্কেট, পাকাপোল চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করে সংগঠনটির নেতারা।এতে নেতৃত্বদেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক শিহাবুজ্জামান, পৌর ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন, ১নং নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শ্রাবণ ঘোষ, ছাত্রদল নেতা বর্ষণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক শিহাবুজ্জামান জানান, সারাদেশে চলমান তীব্র তাপ্রবাহে সাধারণ পথচারী ও দিনমজুরদের কিছুটা স্বস্তি দিতে ছাত্রদলের উদ্যোগে কমপক্ষে দুই শতাধিক মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি-স্যালাইন বিতরণ করা হয়। আগামী ৩ মে পর্যন্ত শ্রমিকদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।