শ্যামনগরে কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে কারিতাস খুলনা অঞ্চলের সিআইএমএমএস প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন হয়েছে ৷ বুধবার সকালে উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব (সিআইএমএমএস) প্রকল্পের অধীনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে -দিন ব্যাপি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের র্যালিটি ইউনিয়ন পরিষদ চত্তর থেকে সন্নিকটবর্তি বাজার প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদ হল রমে ফিরে আসে। পরে ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় (সিআইএমএমএস) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মি: এন্ড্রিকো মন্ডল অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনা প্রদান করেন এবং ইউনিয়ন ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটরগণ দিবসটির তাৎপর্য ও দিবসটি পালনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। ইউনিয়ন পর্যায়ের মো: শরিফুল ইসলাম,রমজাননগর ইউনিয়ন, মি: সুজন সেন, বুড়িগোয়ালিনি ইউনিয়ন ও মি: এলিয়াস তরফদার মুন্সিগঞ্জ ইউনিয়ন সার্বিক অনুষ্টান সঞ্চালনা করেন। এছাড়াও সিআইএমএমএস প্রকল্পের বিভিন্ন গ্রুপ থেকে গ্রুপ লিডার গন ও সদস্য গন , খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর সহ প্রায় ৬০০ জন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ মিলে র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করে