তালায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক
Post Views:
৩১১
ফারুক সাগরঃ সাতক্ষীরার তালা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজহারুল সরদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১মে) দিবাগত রাত ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের মঙ্গলকোট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। সে তালা উপজেলার বালিয়াদহ গ্রামের মৃত: মুনছুর সরদারের ছেলে। মৃত্যু কালে এক স্ত্রী ও দুই ছেলে রেখে যান।দুর্ঘটনা শিকার আজহারুল সরদারের মামা ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করিম সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন,গত রাতে যাত্রাকালে বিশ্রামের জন্য ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সে সময় চাল বোঝায় ট্রাকের উপরে ছিল সে। এমন সময় পিছন দিক থেকে অন্য একটি ট্রাক সজোরে আঘাত করে। ফলে আক্রান্ত ট্রাকটি উল্টে যায় এবং ঘটনা স্থলে তার মৃত্যু হয়।