সাতক্ষীরায় হিট স্ট্রোকে স্কুল শিক্ষকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ প্রচন্ড তাপদাহের মধ্যে হিট স্ট্রোকে মৃত্যু বরন করেছেন ফারুক হোসেন নামে এক স্কুল শিক্ষক। মঙ্গলবার সকালে খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।এর আগে সোমবার সকালে তিনি তার কর্মস্থল ক্লাস চলকালীন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থান অবনতি হলে রাতে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। মারা যাওয়া শিক্ষক সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি ইংরেজী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন লায়লা জানান, সোমবার সকালে ফারুক হোসেন বিদ্যালয়ে আসার পর ক্লাসচলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা: কাজী আরিফ তাকে দেখার পর অতিরিক্ত গরমের কারনে হিট স্ট্রোক হয়েছে বলে জানান । পরবর্তীতে রাতে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক ভাবে তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়।এরপর সেখানে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।