তালায় প্রার্থীতা বৈধ হল বিশ্বজিৎ সাধুর
নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তালা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান বৈধ প্রার্থিতা ফিরে পেলেন বিশ্বজিৎ সাধু।মঙ্গলবার দুপুরে হাইকোর্টে আপিল বিভাগের ব্যারিষ্টার সাইফুদ্দিন খোকন বিষয়টি নিষ্চিত করেন।বিশ্বজিৎ সাধু ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে তালা উপজেলায় চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দীতা করছেন। জানা যায়, বিশ্বজিৎ সাধু দীর্ঘদিন যাবৎ জেলা কৃষকলীগের সভাপতি সহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি হিসাবে সুনামের সাথে দ্বায়িক্ত পালন করে আসছেন। সম্প্রতি তার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে যড়যন্ত্র শুরু করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তার প্রার্থীতা বাতিলে চেষ্টা করে।কিন্ত মঙ্গলবার দুপুরে হাইকোর্টের আপিল বিভাগ তার প্রার্থীর বৈধতা ঘোষনা করেন।তার প্রার্থীতা ফিরে পাওয়ায় এলাকার মানুষের মধ্যে গন জেয়ারের সৃষ্টি হয়েছে।এক সাক্ষাৎকারে বিশ্বজিৎ সাধু জানান, তালা উপজেলার মানুষ এখন পরিবর্তন চায়। আমি দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যানের জন্য রাজনীতি করেছি। আমি প্রার্থী হওয়ার পর থেকে সাধারন মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছি। আগামী উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরোপক্ষ হলে জনগন আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
Please follow and like us: