তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
ইমরান হোসেন:তালায় মাংস প্রক্রিয়াজাত কারীদের খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিস হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সন্জয় বিশ্বাস। এ সময় উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মহুয়া মেহেনাজ মুন, সাংবাদিক আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ২০ জন মাংস প্রক্রিয়াজাতকারী অংশগ্রহণ করেন।প্রশিক্ষনের আগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪ জন উপকারভোগি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ২০টি করে বাড়ন্ত হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।