আশাশুনিতে বিশ্ব তামাক মুক্ত দিবসে নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণে নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হযেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১:৩০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন পরিষদ, বাংলাদশ তামাক বিরোধী জোট, উপজেলা এনজিও ফোরাম, মৌমাছি, ওয়ার্ক ফর এ বটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ আয়াজনে সভায় সভাপতিত্ব করেন, আশাশুনি ইউপি সচিব আব্দুস সবুর। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও উপজলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএম আল ফারুক, বারসিক এর জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ, আইডিয়ালের সুপারভাইজার সুব্রত বাছাড়, উত্তরণের প্রজেক্ট অফিসার পার্থ কুমার দে, ব্যুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক আতাউর রহমান, রুপান্তরের সুপারভাইজার তনুশ্রী মল্লিক, উদ্দিপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী রেহানা পারভীন, ইএসডিও প্রকল্প ব্যবস্থাপক মাসুকুল হক মাসুক, সুশীলনের শাখা ব্যবস্থাপক জিএম সিরাজুল ইসলাম, উনয়নের শাখা ব্যবস্থাপক শাহরিয়ার হাসান, বাংলাদশ ন্যাজারীন মিশনের ফ্রান্সিস মিঠুন সরকার ও ব্র্যাকের কর্মসূচি সংগঠক তাজামুল ইসলাম।
এসময় প্রধান অতিথি বলেন- তামাক ব্যবহারের কারণে বছরে ১ লক্ষ ৬১ হাজার লোক মৃত্যুবরণ এবং প্রায় ৫ লক্ষ মানুষ পঙ্গুত্ববরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ক্যানসার সোসাইটির গবেষণানুযায়ী, তামাক ব্যবহারজনিত কারণে আক্রান্ত রোগীর চিকিৎসার কারণে দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৩০ হাজার কোটি টাকার অধিক। তামাকের কারণে শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতি এবং পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। উক্ত বিষয়টি অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। অনুষ্ঠান পরিচালনা করেন মৌমাছি সংগঠনের নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।