এবার সাংবাদিকের সাথে অসদচারন করলেন ট্রাফিক সার্জেন্ট অনিমেষ
Post Views:
২৪২
সাইদুজ্জামান শুভ ঃ ট্রাফিক সার্জেন্ট অনিমেষর বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। সার্জেন্ট অনিমেশ সাতক্ষীরা ট্রাফিক অফিসে কর্মরত।সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকায় ঘটনাটি ঘটে। এদিকের সাংবাদিককে ট্রাফিক সার্জেন কর্তৃক অপদস্ত করায় তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সাংবাদিক সমাজ।ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ সাইদুজ্জামান শুভ জানান, তিনি ও তার সাথে থাকা দৈনিক সাতক্ষীরা চিত্র নগরঘাটা ইউনিয়ন প্রতিনিধি আল জাবীর রাহী নবোদ্যম ফাউন্ডেশনের উদ্যোগে গরমে অসহায় তৃষ্ণার্ত মানুষের মধ্যে বিনামূল্যের শরবত বিতরণ কার্যক্রম করার জন্য সাতক্ষীরা উদ্দেশ্যে যাচ্ছিলেন।পথিমধ্যে তাদের গাড়িটি বিসিক শিল্প নগরী এলাকায় গেলে ট্রাফিক পুলিশ কনস্টেবল চৈতন্য বাজে ভাবে গালাগালি করে গাড়ি থেকে চাবি কেড়ে নেয় । এরপর গাড়ির চাবিটি ট্রাফিক সার্জেন্ট অনিমেষের কাছে তুলে দেন । এসময় তিনি সার্জেট অনিমেশের কাছে আমাদের যে মাল পানি দিবে সে আমাদের কাছে ভালো। আপনার পকেটে কি টাকা টোকা আছে থাকলে দেন গরমে ঠান্ডা পানি খাই। তিনি আরো জানান, কিছুদিন আগে পাবনা থেকে সাতক্ষীরা উদ্দেশ্যে আসা এক গাড়ি থেকে ২৫০০ টাকা ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে সাতক্ষীরা ট্রাফিক পুলিশের ট্রাফিক সার্জেন্ট অনিমেষ এর কাছে জানতে চাইলে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।